শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

নমুনা দিতে এসেও সংক্রমণ ঝুঁকি

পাবনার ঈশ্বরদী থেকে | প্রকাশিত: ৮ জুলাই ২০২১, ০১:১১

নমুনা দিতে এসেও সংক্রমণ ঝুঁকি

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নমুনা সংগ্রহ গারে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এতে করোনা সংক্রমণের ঝুঁকি থাকায় অনেকে নমুনা দিতে অনাগ্রহ দেখাচ্ছেন।

সরেজমিনে জানা যায়, পাবনা শহরের বেসরকারি একটি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক সহকারী অধ্যাপক আব্দুস সালাম বুধবার সকালে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নমুনা দিতে আসেন। নমুনা সংগ্রহ গারে গিয়ে নমুনা না দিয়ে চলে যান হাসপাতালের মূল ফটকে। কিছুটা চেঁচামেচি স্বরে বলতে লাগলেন, ‘মরতে হলে এমনি মরে যাবো তবুও নমুনা পরীক্ষা দেব না।’

জানতে চাইলে তিনি বলেন, ‘সোমবার নমুনা সংগ্রহের জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকিট কেটেছি। ওই দিন দুপুর ২টার পর জানানো হয় আজ বুধবার আসতে। অসুস্থ শরীর নিয়ে আবারও এসে দেখি ছোট্ট একটি কক্ষে মানুষ জটলা বেঁধে করোনা পরীক্ষার নমুনা দিচ্ছে। তাই নমুনা না দিয়ে চলে এসেছি।’

নমুনা দিতে আসা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের নির্মাণ শ্রমিক আলমগীর হোসেন বলেন, ‘কোনো স্বাস্থ্যবিধি মানার বালাই নেই এখানে। গাদাগাদি করে নমুনা দিতে হচ্ছে। করোনা পরীক্ষার নমুনা দিতে এসে নতুন করে আক্রান্ত হলাম কিনা এই চিন্তাই করছি।’

সংশ্লিষ্ট সূত্র জানায়, হাসপাতালে প্রতিদিন ১৫০ টির মতো নমুনা সংগ্রহ করা হয়। আমাদের তিন স্বেচ্ছাসেবী রয়েছেন নমুনা সংগ্রহ করার জন্য। তাঁদের একেকজন একেক দায়িত্বে রয়েছেন।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসমা খান বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা রোগীদের প্রতিনিয়ত সচেতন হতে বলছি। নমুনা দিতে এসে রোগীরা যেন সামাজিক দূরত্ব বজায় রাখেন। রোগীরা যাতে শতভাগ স্বাস্থ্যবিধি অনুসরণ করেন এ বিষয় নিয়ে আমরা রোগীদের বিশেষভাবে তাগাদা দিচ্ছি।’

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: ঈশ্বরদী


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top