ঘোড়াঘাটে ক্যানেলটি হতে পারে দেশীয় মাছ উৎপাদনের অভয়ারন্য

দিনাজপুরের ঘোড়াঘাট থেকে | প্রকাশিত: ১০ আগষ্ট ২০২১, ০০:২৩

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রামেশ্বরপুর মাঠ থেকে উৎপত্তি ক্যানেলটি সংস্কার হলে দেশীয় মাছ উৎপাদনে অভয়ারন্য হতে পারে।

ক্যানেলটি পরিকল্পনা মাফিক সংস্কার করা হলে এটি দেশীয় মাছ উৎপাদনের জন্য একটি অভয়ারণ্য হিসেবে ব্যাপক ভূমিকা রাখতে পারে। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রামেশ্বরপুর মাঠ থেকে ক্যানেলটির উৎপত্তি

এ ক্যানেলটি রামেশ্বরপুর মাঠ থেকে শুরু করে রামপুর টুবঘরিয়া মাঠ হয়ে শীধলগ্রাম অর্থাৎ কাশিয়াতলা মাঠ অতিক্রম করে সুরা মসজিদ ডুগডুগী সড়কের উত্তর পাশ দিয়ে ডুগডুগীহাটে পূর্বদিকে দিয়ে প্রবেশ করেছে জয়রপুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মধ্যে। দীর্ঘ এ ক্যানেলটির দুধারে রয়েছে হাজার হাজার হেক্টর ইরি বোরো আমন চাষের জমি। শুষ্ক মৌসুমে ক্যানেলটির গভীরতা না থাকায় শুকিয়ে যায়।

আবার বর্ষা মৌসুমে পানিতে ভরে যায়। বর্ষা মৌসুমে ক্যানেলের দুধারে পানি ভরা জমি থেকে প্রাকৃতিক ভাবেই দেশী মাছ পুঁটি, সিং, মাগুর, কৈ, গচি, পোয়া, শাটি (গড়াই), শৈল অর্থাৎ সব ধরনের দেশী মাছ উৎপন্ন হয়। ক্যানেলটি এমনিভাবে কোন এক যুগে তৈরি যার পানি রামেশ্বরপুর মাঠ থেকে স্রোতের সৃষ্টি হয়ে গড়িয়ে পাঁচবিবির দিকে যেতে থাকে। এতে মনে হয় শুরু থেকে ক্রমান্বয়ে ক্যানেলটি পাঁচবিবির দিকে ঢালু।

এ কারণেই পানির স্রোতের উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রভাবিত হয়ে থাকে। কিন্তু কিছু মাছ শিকারি ক্যানেলটিকে কিছু দূর পর পর সুতী জাল দিয়ে এমনভাবে এসব দেশীয় মাছগুলো নিধন করে যে এর আর বংশ বিস্তার না হয়ে বিলুপ্তির দিকে এগিয়ে যাচ্ছে।

এছাড়া ক্যানেলটি ঘোড়াঘাট উপজেলার মধ্যে ২-৩ বার সংস্কারের জন্য ইউপি চেয়ারম্যানরা বরাদ্দ আনলেও পরিকল্পনা ও সঠিক কাজ না করায় পর বছরই আবার পূর্বের ন্যায় ভরাট হয়ে যায়। দুপাশে ঘাস আর তলা থেকে যৎসামান্য মাটি চেঁছে পুরো প্রকল্পের বরাদ্দ গায়েব হয়ে যায়। ক্যানেলটি পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে সংস্কার করে ক্যানেলে মাটি গিয়ে দুধারে ভরা করে বৃক্ষ রোপণ করা হলে এই ক্যানেলটি এক সময় দৃষ্টিনন্দন ক্যানেলে পরিণত হতে পারে।

পাশাপাশি দেশীয় মাছ উৎপন্নে অভয়ারণ্য হিসেবে গড়ে তুলে এখান থেকে দেশীয় মাছ অন্যান্য স্থানে উৎপন্নের এক মাইল ফলক সৃষ্টি করা যেতে পারে। তবে এর দেখাশুনা ও মৎস্য সুরক্ষা আইনের সঠিক ব্যবহার না হলে ভেস্তে যেতে বসেছে দেশীয় মাছের উৎপন্ন এই অভয়ারণ্য।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: ঘোড়াঘাট


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top