বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

পলাশবাড়ীতে মাচা পদ্ধতিতে লাউ চাষে ঝুঁকে পড়েছেন কৃষকরা

গাইবান্ধার পলাশবাড়ী থেকে | প্রকাশিত: ২৩ আগষ্ট ২০২১, ২৩:২৫

পলাশবাড়ীতে মাচা পদ্ধতিতে লাউ চাষে ঝুঁকে পড়েছেন কৃষকরা

গাইবান্ধার পলাশবাড়ীতে মাচা জাংলে পদ্ধতিতে লাউ চাষে ঝুঁকে পড়েছেন কৃষকরা। লাউ চাষ আগে বসতবাড়ির উঠানে অথবা আশেপাশের খোলা জায়গায় মাচা জাংলে পদ্ধতিতে শুধু পরিবারের খাবারের জন্য বীজ বপন করতো। সময়ের ব্যবধানে কৃষি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অন্যান্য ফসলের মতো গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মাচা জাংলে পদ্ধতিতে লাউ চাষে কৃষকদের মাঝে আগ্রহ বেড়েছে।

দেখা গেছে,পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী, হোসেনপুর, মনোহরপুর ইউনিয়নের কৃষকেরা লাউয়ের ক্ষেতে স্প্রে ও ক্ষেতের পরিচর্যায় ব‍্যস্ত সময় পার করছেন। লাউ চাষিদের সঙ্গে কথা বললে তারা জানান, আমরা লাউয়ের চাষাবাদ করে জমি থেকে যেমন আশানুরুপ ফলন পাচ্ছি সেইসাথে বাজারে দামও পেয়ে আসছি। তবে উপজেলা কৃষি অফিস থেকে যদি একটু সহযোগিতা পেতাম, তাহলে লাউ চাষ করে আরো বেশি লাভবান হতাম।

সিরাজুল নামে এক লাউ চাষি জানান,আমরা একটু বাড়তি আয়ের আশায় মাচা পদ্ধতিতে লাউ চাষ শুরু করেছি। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে নিবিড় পরিচর্যার মাধ্যমে গাছগুলোর গুণগতমান ঠিক রাখায় প্রতিটি গাছের ডগায় ডগায় প্রচুর পরিমাণে ছোট ছোট লাউ ধরেছে।এই পদ্ধতিতে লাউ চাষে রোগবালাই অনেক কম ও ফলনও ভাল হয়েছে।আশা করছি দামও ভাল পাবো।

এনএফ৭১/এনজেএ/২০২১

 

 



বিষয়: পলাশবাড়ী


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top