মেডিকেল ছাত্রীর মৃত্যু, চিরকুটে কষ্টের গল্প

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ আগষ্ট ২০২৫, ১৫:৩৭

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রাবাস থেকে উদ্ধার হলো এক মেডিকেল শিক্ষার্থীর লাশ, সুইসাইড নোটে লেখা ছিল মানসিক চাপ ও কষ্টের কথা। মঙ্গলবার দুপুরে, কলেজের ছাত্রী হোস্টেলের ৩১১ নম্বর কক্ষ থেকে এমবিবিএস তৃতীয় বর্ষের ছাত্রী শরিফা ইয়াসমিন সৌমার মরদেহ উদ্ধার করে পুলিশ।

২৩ বছরের সৌমা খুলনার খালিশপুরের বাসিন্দা। পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে ৪-৫ পৃষ্ঠার একটি সুইসাইড নোট, ইনজেকশন সিরিঞ্জ, বিভিন্ন ওষুধ ও ডায়েরি।

নোটে সৌমা লিখেছেন—দীর্ঘদিন ধরে মানসিক চাপ ও নানা কষ্টের মধ্যে ছিলেন তিনি। প্রাথমিক ধারণা—ইনজেকশন প্রয়োগ করেই জীবন শেষ করেছেন এই শিক্ষার্থী। সহপাঠীরা জানান, সৌমা শান্ত, ভদ্র এবং কম কথার মেয়ে ছিলেন। সম্প্রতি নানা হতাশায় ভুগছিলেন তিনি।

ওসি শিবিরুল ইসলাম জানান, রুমের দরজা ভেতর থেকে চাপানো ছিল, কোনো জোরপূর্বক প্রবেশের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আপনার আশেপাশে কেউ মানসিক বিপর্যয়ে থাকলে তার পাশে থাকুন। আত্মহত্যা কোনো সমাধান নয়।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top