লুটপাটের পর সাদা পাথর রক্ষায় ২৪ ঘণ্টা টহল
সিলেটে সাদা পাথর রক্ষা: প্রশাসনের নতুন পদক্ষেপ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ আগষ্ট ২০২৫, ১২:৩৬

সিলেটে সাদা পাথর রক্ষায় প্রশাসনের নতুন উদ্যোগ আলোড়ন সৃষ্টি করেছে। সম্প্রতি নজিরবিহীন লুটপাটের পর প্রশাসন প্রতিকারমূলক পদক্ষেপ নিয়েছে।
গত কয়েকদিনে চুরি হওয়া পাথর উদ্ধার করে আগের অবস্থায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ২৪ ঘণ্টা যৌথ বাহিনী দায়িত্ব পালন করবে এই এলাকায়। প্রশাসনের লক্ষ্য, পাথরের চুরির সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা।
জাফলং ইসিএ এলাকা ও সাদা পাথরে সার্বক্ষণিক টহল থাকবে। গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে পুলিশ ও যৌথ বাহিনী চেকপোস্টে দায়িত্ব পালন করবে। অবৈধ ক্রাশিং মেশিন বন্ধ করতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে।
চুরি হওয়া পাথর উদ্ধার করে পূর্বাবস্থায় ফিরিয়ে আনা হবে। প্রশাসন আশা করছে, এ উদ্যোগ পর্যটনকেন্দ্র সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই পদক্ষেপের পাশাপাশি হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এতে ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ চাওয়া হয়েছে।
প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটনকে রক্ষার জন্য প্রশাসন দৃঢ় অবস্থানে। আশা করা হচ্ছে, সাদা পাথরের নিরাপত্তা নিশ্চিত হয়ে পুনরায় পর্যটকরা এই এলাকায় স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারবেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।