ঘোড়াঘাটে পঁচানো পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত শ্রমিকরা

দিনাজপুরের ঘোড়াঘাট থেকে | প্রকাশিত: ৩১ আগষ্ট ২০২১, ২২:৩০

ঘোড়াঘাটে পাটের ভালো ফলন ভালো দামে কৃষকের মুখে হাসি। পঁচানো পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত শ্রমিকরা ।

দিনাজপুরের ঘোড়াঘাটে পাটের ভাল উৎপাদন এবং ভালো দামে এবার হাসি ফুটেছে পাট চাষিদের মুখে। বর্তমান বাজারে যেমন তেমন পাট ৩ হাজার টাকা মণ ধরে বিক্রি হচ্ছে। এছাড়াও পাট লম্বা ও রং সহ সাজনো-গোছানো হলে তার চাহিদা ও দাম দুটোই বেশি। 

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৪০ হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০.৯ বেল। অর্থাৎ প্রতি হেক্টর জমিতে উৎপাদন হবে। ১৪’শ ৬ বেল। গত বছরের তুলনায় এ বছর পাটের দাম দ্বিগুণ হওয়ায় পাট চাষিরা আফসোস করছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এখলাস হোসেন সরকার জানান, মৌসুমের শুরুতে বৃষ্টিপাত কম হওয়ায় পাট চাষিরা পাট পঁচানোর পানির জন্য খুবই দুশ্চিন্তায় ছিল। এখন পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় খালবিল ভরে গেছে। ফলে পাট চাষিদের পাট পঁচানো নিয়ে আর কোনো দুশ্চিন্তা নেই। তারা বৃষ্টির স্বচ্ছ পানিতে পাট পঁচিয়ে পাটের রঙও ভালো পাচ্ছে।

উপজেলার পার্বতীপুর গ্রামের মোহাম্মাদ আলী জানান, প্রতি বিঘা জমিতে ১১-১২ মণ পাট উৎপাদন হয়। চলতি বছর পাট চাষিরা তাদের উৎপাদন খরচ তোলার পরও মোটা অংকের অর্থ ঘরে নিয়ে যেতে পারছে।

কৃষি শ্রমিক হেফাজ উদ্দিন জানান, তারা প্রতি পণ পাট আঁশ ছেড়ে ২০০ টাকা পায়। একজন শ্রমিক প্রতিদিন গড়ে ১০-১২ মণ পাটের ছাড়াতে পারে। এ ক্ষেত্রে একজন শ্রমিক সারাদিন পাটের আঁশ ছেড়েও ভালো টাকা ঘরে তুলতে পারছে।

 

এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top