পুলিশ পরিচয়ে স্বর্ণ ছিনতাইকালে হাতে-নাতে আটক
মাদারীপুর থেকে | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২১, ০১:৫৩
নিজ দোকানের কর্মচারীর পরিকল্পনায় ছিনতাইয়ের হাত থেকে রক্ষ পেলো স্বর্ণালংকার। পুলিশের পরিচয়ে মাদারীপুরের শিবচরে ব্যবসায়ীর স্বর্ণ ছিনতাইচেষ্টার ঘটনা ঘটেছে। ঘটনায় হাতে-নাতে আটক দুই ছিনতাইকারীর তথ্যে পরিকল্পনাকারী নিজ স্বর্ণের দোকানের কর্মচারীকেও আটক করা হয়।
পরে মামলা হলে গ্রেফতারকৃতদের সোমবার (১১ অক্টোবর) বেলা ১২টার দিকে মাদারীপুর আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়।
পুলিশ ও ক্ষতিগ্রস্থ স্বর্ণ ব্যবসায়ী থেকে জানা যায়, রবিবার (১০ অক্টোবর) বিকেলে শিবচর পৌর বাজারের স্বর্ণ ব্যবসায়ী নির্মল পালের ছোট ভাই দীনেশ পাল চার ভরি স্বর্ণ হলমার্ক করানোর জন্যে ভাড়ায় চালিত মটরসাইকেলে ফরিদপুর যাচ্ছিল।
মটরসাইকেলটি ঢাকা-খুলনা এক্সপ্রেস হাইওয়ের শিবচরের সূর্য্যনগর বাজার পার হওয়ার পর দুটি মটরসাইকেল এসে তাদের গতিরোধ করে। ওই দুটো মটরসাইকেলের লোকেরা তাদের পুলিশের লোক পরিচয় দিয়ে দীনেশের কাছে অবৈধ মাল আছে বলে দেহ তল্লাশী শুরু করে। এসময় তারা দীনেশকে মটরসাইকেলে তোলার চেষ্টা করে ও চালককে বেদম মারধর করতে থাকে। তাদের চিৎকারে আশপাশের স্থানীয়রা এগিয়ে এসে তাদের প্রতিরোধ করলে, সুযোগ বুঝে দীনেশ সূর্য্যনগর বাজারের কিছু স্বর্ণ ব্যবসায়ীদের ফোন করে। পরে পুলিশ এসে রিফাত সিকদার (২০) ও রাজিব সিকদারকে (২৬) হাতে-নাতে আটক করে।
তবে মটরসাইকেলযোগে বাকি ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে দুই ছিনতাইকারীকে নিয়ে রাত ৮টার দিকে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিরাজ হোসেনের কাছে যাওয়া হয়। সেখানে তাদের দেয়া তথ্যে গা শিউরে উঠে। রিফাত ও রাজিব স্বীকার করে এই ঘটনার মূল হোতা ও তথ্যদাতা নির্মল পালের দোকানের কর্মচারী কিশোর সরকার (২০)।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: মাদারীপুর জেলা শিবচর
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।