গোপালগঞ্জে মন্ডপে মন্ডেপে ভীড় দর্শনার্থীদের

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২১, ২৩:২৩

গোপালগঞ্জে মন্ডপে মন্ডেপে ভীড় দর্শনার্থীদের

ধর্মীয় ভাবগাম্ভিয্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে গোপালগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গাপূঁজা। প্রতিমা দেখতে জেলার বিভিন্ন মন্ডপে মন্ডপে ভীড় করছেন দর্শনার্থীরা। স্বাস্থ্যবিধি মানতে দর্শনার্থীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করছেন আয়োজকরা।

১৫ অক্টোবর বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ শারদীয়া উৎসব।

জেলা শহরের বিভিন্ন মন্ডপে ঘুরে দেখা গেছে, প্রতি বছর মহাধূমধামে দূর্গাপূঁজা অনুষ্ঠিত হলেও গত বছর করনোর কারনে সীমিত আকারে অনুষ্ঠিত হয়েছে। তবে এবছর করোনার প্রকোপ কমে যাওয়া মহা ধূমধামের সাথেই অনুষ্ঠিত হচ্ছে এবারের দূর্গাপূঁজা। ঢাক, কাঁসর, ঘণ্টা আর শাঁখরে ধ্বনিতে মুখর হয়ে উঠেছে পূঁজামণ্ডপগুলো।

গোপালগঞ্জে ১ হাজার ২২৮টি মন্ডপে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে পুরোহিতের মন্ত্র পাঠের মধ্য দিয়ে মহা অষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত হয়েছে। পরে চন্ডী পাঠের মাধ্যমে পূণ্য লাভের আশায় দেবী দূর্গার পায়ে অঞ্জলী দেন ভক্তরা।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, দূর্গাপূঁজা শান্তিপূর্ণভাবে পূজামন্ডপগুলোর আয়োজক কমিটির সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়েছে। করোনার প্রকোপ কমে গেলেও মন্ডপগুলোতে স্বাস্থ্যবিধি মানার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এ পূঁজা শেষ করতে মন্ডপ কমিটির নিজস্ব নিরাপত্তাসহ নির্বাহী ম্যাজিষ্ট্রট ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রয়েছে।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top