শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

তিস্তার পানি বিপৎসীমার ৬০ সে.মি. উপরে

লালমনিরহাট থেকে | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২১, ১৯:১৮

তিস্তার পানি বিপৎসীমার ৬০ সে.মি. উপরে

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারতের গজলডোবা ব্যারেজের সবগুলো গেট খুলে দেওয়ায় লালমনিরহাটে তিস্তা নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে। বুধবার (২০ অক্টোবর) ভোর থেকে তিস্তার পানি বাড়ায় পানিবন্দি হয়ে পড়েছে লালমনিরহাটের তিন উপজেলার তিস্তার চর এলাকায় ১০ হাজার পরিবার।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সূত্র জানায়, মঙ্গলবার (১৯ অক্টোবর) রাত থেকে তিস্তার পানি বেড়ে ডালিয়া পয়েন্টে প্রবাহিত হয়েছে ৫২ দশমিক ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে। বুধবার (২০ অক্টোবর) সকাল ৯ টায় ওই পয়েন্টে পানি আরো বেড়ে প্রবাহিত হচ্ছে ৫৩ দশমিক ২০ সেন্টিমিটার ওপর দিয়ে। যা বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপরে এবং ক্রমেই বাড়ছে তিস্তার পানি।

এদিকে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় পানিবন্দি হয়ে পড়েছে হাতীবান্ধার গড্ডিমারী, পাটগ্রামের দহগ্রাম, সিঙ্গামারি, সিন্দুর্না, পাটিকাপাড়া, ডাউয়াবাড়ী, কালীগঞ্জ উপজেলার ভোটমারী, শৈইলমারী, নোহালী, চর বৈরাতি তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে প্রায় ১০ হাজার পরিবার।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top