পায়রা সেতু খুলে দেওয়া হচ্ছে আজ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২১, ১৯:১৬
রবিবার (২৪ অক্টোবর) আনুষ্ঠানিক ভাবে প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে খুলে দেওয়া হবে পায়রা পায়রা সেতু। এদিন সকাল ১০ টায় গণভবন থেকে ভার্চ্যুয়ালি পায়রা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ ইসমাত মাহমুদা এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সেতুর দুমকী প্রান্তে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি, বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, বরিশাল ও পটুয়াখালী জেলার সংসদ সদস্যগন, সড়ক বিভাগের অতিরিক্ত সচিব আবদুল্লাহ আল হাসান চৌধুরী ও প্রধান প্রকৌশলী মো. আবদুস সবুর, শেখ হাসিনা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল আবুল কালাম মো. জিয়াউর রহমান, বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, ডিআইজি এসএম আক্তারুজ্জামান, পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, সড়ক বিভাগ বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হেনা মো. তারেক ইকবালসহ অন্যান্য সরকারী উর্ধ্বতন কর্মকর্তারা।
পায়রা সেতুর মধ্য দিয়ে ঢাকার সঙ্গে পর্যটন নগরী কুয়াকাটা, পায়রা সমুদ্রবন্দর, পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র, কোস্টগার্ডের সিজি-বেইজ অগ্রযাত্রা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী মেডিকেল কলেজসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর যোগাযোগের পথ সুগম হবে। তাই সাগরকন্যা কুয়াকাটার পর্যটন সম্ভাবনা মাথায় রেখে নান্দনিক রূপে গড়ে তোলা হয়েছে সেতুটি।
জানা গেছে, ঢাকা-বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী এলাকার পায়রা নদীর ওপর নির্মাণ করা হয়েছে পায়রা সেতু। রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থেকে সেতুটির দূরত্ব ১৯২ কিলোমিটার এবং বরিশাল নগরী থেকে ২৭ কিলোমিটার। ২০১২ সালের মে মাসে সেতু নির্মাণের প্রকল্পে অনুমোদন দেয়। কিন্তু নানান জটিলতায় শেষে সেতুটি নির্মাণে ১ হাজার ১১৮ কোটি ব্যয় হয়েছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।