সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

৮ মাসের জন্য বন্ধ ইলিশ শিকার

চাঁদপুর থেকে | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২১, ০৩:০১

৮ মাসের জন্য বন্ধ ইলিশ শিকার

ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পদ্মা-মেঘনাসহ সারা দেশে ৮ মাসের জন্য শুরু হয়েছে জাটকা রক্ষা অভিযান। সোমবার (১ নভেম্বর) ভোর ছয়টা থেকে ৩০ জুন পর্যন্ত ৮ মাস অব্যাহত থাকবে এই কার্যক্রম।

এ সময় ১০ ইঞ্চির ছোট সকল জাটকা ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন, বিনিময় ও মজুত আইনত দণ্ডনীয় অপরাধ বলে বিবেচিত হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ১ থেকে ২ বছর অথবা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। চাঁদপুরের মতলব উত্তরের ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার পদ্মা-মেঘনায় জাটকা রক্ষায় স্থানীয় প্রশাসন, কোস্টগার্ড, নৌপুলিশ ও মৎস্য বিভাগের সমন্বয়ে চালানো হবে সমন্বিত অভিযান।

সোমবার সকালে চাঁদপুর জেলা টাস্কফোর্সের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে জাটকা রক্ষা অভিযান কার্যক্রমের উদ্বোধন করে চাঁদপুর জেলা মৎস্য বিভাগ। বিকেল পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার পদ্মা-মেঘনার নদী তীরবর্তী বিভিন্ন জেলে এলাকায় মাইকিং করে প্রচার প্রচারণা ও জেলেদের মাঝে বিতরণ করা হয় লিফলেট। এ সময় চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য, সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুবুর রশিদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top