ফকিরহাটে শহীদ শেখ আবু নাসের স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ফকিরহাট থেকে | প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২১, ১১:১৩

বাগেরহাটের ফকিরহাটে শহীদ শেখ আবু নাসের স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৫ম আসর শুরু হয়েছে। বঙ্গবন্ধুর ছোট ভাই শহীদ শেখ আবু নাসেরের নামে এই টুর্নামেন্টের আয়োজক আট্টাকা স্পোর্টিং ক্লাব।
শনিবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার আট্টাকা কে.আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। উদ্বোধনী খেলায় ফকিরহাট অগ্রনী ক্লাবকে ১-০ গোলে বাগেরহাট মুসলিম স্পোর্টিং ক্লাব পরাজিত করে। টুর্নামেন্টে বিভিন্ন জেলা উপজেলার মোট ১২টি দল অংশ নিচ্ছে।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে মানসা-বাহিরদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপদন দাশ, সম্মানিত অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা বেগম, জননেতা শেখ হেলাল উদ্দিন এমপির একান্ত সহকারী মো. ফিরোজুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
এসময় ফকিরহাট স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন টিপু, পিলজঙ্গ ইউপি চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম, মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাড. হিটলার গোলদার, নলধা-মৌভোগ ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মুক্তি, লখপুর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা, শুভদিয়া ইউপি চেয়ারম্যান ফারুকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
দু’দলের আক্রমণ পাল্টা আক্রমণে উত্তেজনাপূর্ণ খেলা উপভোগ করেন বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্য মানুষ। ২৭ নভেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: ফকিরহাট থেকে
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।