সৈয়দপুরে গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ
নীলফামারী থেকে | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২১, ০৫:৩০

পারিবারিক কলহের জেরে নীলফামারীর সৈয়দপুরে মুক্তা খাতুন (২২) নামে এক গৃহবধূকে তার স্বামী পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। রোববার (১৭ নভেম্বর) সকালে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের গুচ্ছগ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন থেকে পারিবারিক সমস্যা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলে আসছে। তারই এক পর্যায়ে ওইদিন সকালে ভ্যানচালক স্বামী তহিদুল ইসলাম তাঁর স্ত্রী এক সন্তানের জননী মুক্তা খাতুনকে পিটিয়ে হত্যার পর লাশটি দড়ি দিয়ে ঝুলিয়ে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে। নিহতের পিতা মোহাম্মদ মোস্তফার অভিযোগ, তার মেয়েকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তিনি দোষীদের আইনের আওতায় এনে বিচার চান।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে নিহতের শরীরের আঘাতের চিহ্ন দেখা গেছে। এ ঘটনায় নিহতের স্বামী ও শ্বাশুড়ীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: নীলফামার
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।