আজ বিকালে দেখা যাবে শতাব্দীর সবচেয়ে দীর্ঘ চন্দ্রগ্রহণ
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২১, ০১:৩০
শুক্রবার (১৯ নভেম্বর) হতে ৫৮০ বছরের মধ্যে দীর্ঘতম খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ। এর স্থায়ীত্ব থাকবে ৩ ঘণ্টা ২৮ মিনিট ২৩ সেকেন্ড। এই সময় চাঁদের রঙ হবে রক্তের মতো লাল।
এর আগে, ছয় শতাব্দীতেও এতটা সময় ধরে চন্দ্রগ্রহণ দেখা যায়নি। এমনকি এতটা সময় ধরে আর দেখাও যাবে না এই শতাব্দীতে। এর নাম দেওয়া হয়েছে ‘ব্লাড মুন’ বা ‘বিভার মুন’। এটাই এ বছরের দ্বিতীয় ও সর্বশেষ চন্দ্রগ্রহণ। প্রথমটি হয়েছিল ২৬ মে। এ বছরে সূর্যগ্রহণও হওয়ার কথা দুটি। একটি হয়ে গেছে গত জানুয়ারিতে। দ্বিতীয়টি হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে।
বাংলাদেশের আকাশে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। তবে একেক শহরে একেক সময়ে। ঢাকায় সন্ধ্যা ৫টা ১৩ মিনিট, ময়মনসিংহে ৫টা ১১ মিনিট, চট্টগ্রামে ৫টা ১০ মিনিট, সিলেটে ৫টা ৫ মিনিট, খুলনায় ৫টা ১৮ মিনিট, বরিশালে ৫টা ১৫ মিনিট, রাজশাহীতে ৫টা ১৯ মিনিট এবং রংপুরে ৫টা ১৪ মিনিট থেকে দেখা যাবে চন্দ্রগ্রহণ।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: দীর্ঘ চন্দ্রগ্রহণ ছয় শতাব্দী
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।