শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ভোলায় র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২ জলদস্যু

ভোলা থেকে | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২১, ০২:৩০

ভোলায় র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২ জলদস্যু

ভোলার চরফ্যাশনের কুকরিমুকরিতে জালিয়ার খাল এলাকায় রোববার (৫ ডিসেম্বর) ভোর ৪টায় র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ জলদস্যু নিহত হয়েছে।

গুলিবিদ্ধ দুই মরদেহ পাওয়া গেছে বলে নিশ্চিত করে ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, গেল কয়েক দিন ধরে র‍্যাব-৮-এর একটি টিম ওই এলাকায় জলদস্যু আটক ও অস্ত্র উদ্ধারে অভিযান চালায়।

ওই এলাকার ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন জানিয়েছেন, র‍্যাবের একটি টিম অপারেশন চালানোর সময় গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত হয়েছে। তবে এদের কাছ থেকে কী পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে, তা জানা যায়নি।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top