পার্বতীপুরে বিধিমালা ভঙ্গ করায় ইউপি সদস্যের প্রার্থীতা বাতিলের দাবী

পার্বতীপুর থেকে | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২২, ০৫:১১

পার্বতীপুরে বিধিমালা ভঙ্গ করায় ইউপি সদস্যের প্রার্থীতা বাতিলের দাবী

দিনাজপুরের পার্বতীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিধিমালা ভঙ্গ করায় ইউপি সদস্যের প্রার্থীতা বাতিলের দাবী জানিয়ে অপর প্রার্থীরা অভিযোগ করেছেন।

বুধবার (১৯ জানুয়ারী) রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার নিকট দাখিলকৃত অভিযোগে জানা যায়, পার্বতীপুর উপজেলার ১০নং হরিরামপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে সাধারন সদস্য পদে ৩জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করেন। তাদের মধ্যে প্রার্থী এস এম মোকাররম হোসেনের সমর্থনকারী স্কুল শিক্ষক মোশাররফ হোসেন। শিক্ষক মোশাররফ হোসেন গত বছরের ২৯ জুন অবসর গ্রহন করে বর্তমানে পি,আর,এল -এ আছেন এবং তিনি শতভাগ সরকারী সুবিধাভোগী। নির্বাচনী বিধিমালায় কোন সরকারী সুবিধাভোগী ব্যক্তি নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহন করতে পারবেন না। কিন্তু শিক্ষক মোশাররফ হোসেনের তথ্য গোপন করে নির্বাচনী বিধিমালা ভঙ্গ করে প্রার্থী এস এম মোকাররম হোসেনের সমর্থনকারী হন।

বিষয়টি জানতে পেয়ে গত ১৫ ডিসেম্বর অন্য প্রার্থী শফিকুল ইসলাম শাহ্ এস এম মোকাররম হোসেনের মনোনয়নপত্র বাতিলের আবেদন জানালেও দিনাজপুর আপীল কর্তৃপক্ষ রহস্যজনক কারনে উক্ত মনোনয়নপত্র বাতিল করেননি। অবশেষে এস এম মোকাররম হোসেনের প্রার্থীতা বাতিলের নিমিত্তে গত ১৯ জানুয়ারী রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার নিকট অপর প্রার্থী নুর আলম মোল্লা অভিযোগ করেন।

এনএফ৭১/এমএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top