বাড়ির প্রবেশ পথে রক্তাক্ত লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২০, ১৯:৪০

ঝালকাঠি থেকে:

ঝালকাঠির রাজাপুর উপজেলার আদর্শপাড়া এলাকায় এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়ির প্রবেশ পথ থেকে রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) পুলিশ রক্তাক্ত অবস্থায় মধ্য বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করে।

মৃত ব্যক্তির পকেটে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। তাতে নাম লেখা রয়েছে মো. আজিজ, বয়স ৪৫, ঠিকানা এ্যলিফ্যান্ট রোড, ঢাকা।

রাজাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাখাওয়াত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যা কারন বা কারা হত্যা করেছে তা জানা যায়নি।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top