গোলাম আজমকে শ্রেষ্ঠ সন্তান বলায় মুক্তিযোদ্ধাদের অপমান!

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৯

সংগৃহীত

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।তিনি জামায়াতের সমালোচনা করে প্রশ্ন তোলেন, গোলাম আজমসহ ওর সাঙ্গোপাঙ্গরা যদি জাতির শ্রেষ্ঠ সন্তান হয়, তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অপমানিত করা হচ্ছে এবং বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায়?

মির্জা আব্বাস বলেন, জামায়াত দলটা ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত দেশের শান্তি কামনা করেনি, এমনকি এখনো চায় না। তারা চায় দেশটা খারাপ অবস্থায় চলে যাক এবং অশান্তিময় থাকুক।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একাত্তর ও চব্বিশের তুলনা চলে না। একাত্তর ও চব্বিশ যার যার অবস্থানে স্বমহিমায় বিরাজিত। এসময় সালাহউদ্দিন আহমদ ও আবদুল মঈন খানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এসময় তিনি দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান। মির্জা আব্বাস অভিযোগ করেন, স্বাধীনতার পর আশা-আকাঙ্ক্ষা চূর্ণ-বিচূর্ণ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, আমাদের প্রত্যাশা থাকবে, সরকার সামনে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top