পটুয়াখালীর বাউফলে ১৪৪ ধারা জারি
বাউফল থেকে | প্রকাশিত: ৬ মে ২০২২, ২২:৪৭
পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন আহবান করাকে কেন্দ্র করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মে) রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন এ আদেশ জারি করেন। পরে শুক্রবার (৬ মে) সকাল থেকে এ আদেশ কার্যকরে শহরে পুলিশি টহল জোরদার ও প্রতিটা মোড়ে চেক পোস্ট বসানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়, আজ ৬ মে সকাল দশটায় বাউফল উপজেলা আওয়ামী লীগ অফিসে সংবাদ সম্মেলন আহবান করেন সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদার। একই সময়ে একই স্থানে দপ্তর সম্পাদক ফরিদ আহমেদও পাল্টা সংবাদ সম্মেলনের আহবান করেন। এই একই সময় একই স্থানে দুই গ্রুপের সংবাদ সম্মেলন আহবানের ফলে শান্তি শৃঙ্খলা ভঙ্গ হতে পারে। তাই ১৪৪ ধারা জারি করা হয়। এই আদেশ আজ রাত দশটা পর্যন্ত কার্যকর থাকবে।
বাউফল থানার ওসি আল-আমুন জানান, পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুশির চেক পোস্ট বসানো হয়েছে। এছাড়া শহরজুড়ে পুলিশের টহল চলছে। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন তৎপর রয়েছে।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।