রংপুরের তিন ইউপির ভোট স্থগিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ জুন ২০২২, ০৩:৩১

রংপুরের তিন ইউপির ভোট স্থগিত

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার রায়পুর, রামনাথপুর ও পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুন) ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত আদেশের এ তথ্য জানানো হয়।

আদেশে জানানো হয়, হাইকোর্টেও ২৯ মে ২০২২ তারিখের রায়ের নির্দেশনা প্রতিপালন এবং পরবর্তী আইনগত জটিলতা পরিহারের লক্ষ্যে এ তিন ইউপির ভোটগ্রহণ নির্বাচন কমিশন স্থগিত করার সিদ্ধান্ত দিয়েছে। আগামী ২৭ জুলাই এ তিন ইউপির ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ইসি জানায়, রংপুরের তিন ইউপির ভোট স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে গণবিজ্ঞপ্তি জারিসহ পদ্ধতিগতভাবে কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করেছে। কমিশনের সিদ্ধান্তের চিঠি রংপুরের সিনিয়র জেলা নির্বাচন অফিসার এবং পীরগঞ্জ উপজেলার নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারকে পাঠানো হয়েছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top