মেঘনা ইকোনমিক জোনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ জুলাই ২০২২, ২১:৪০

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা গ্রুপের ফ্রেশ কোম্পানির একটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
সোমবার (৪ জুলাই) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার জানান, ফায়ার সার্ভিস সকাল ৭টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায়। প্রথমে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ শুরু করে। পরে আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়
তিনি জানান, মেঘনা ইকোনমিক জোনের তিন তালা স্টিল ফেব্রিকেটেড ভবন এটি। আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে কিছু জানাতে পারেননি এই কর্মকর্তা।
বিষয়: মেঘনা ইকোনমিক জোন
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।