রায়গঞ্জের ছয় প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ আগষ্ট ২০২২, ০৬:১৩

রায়গঞ্জের ছয় প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা

পচা দই দিয়ে ঘোল তৈরির দায়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার এভার গ্রীন দই ও মিষ্টির দোকানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সময় বিভিন্ন অভিযোগে আরও পাঁচটি প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (৮ আগষ্ট) বিকেলে রায়গঞ্জের সলঙ্গা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা শাখার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে সহায়তা করে সলঙ্গা থানার পুলিশ ও আসনার বাহিনীর সদস্যরা।

মাহমুদ হাসান রনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা বাজারের অবস্থিত এভারগ্রীন দই ঘরে অভিযান চালানো হয়। এ সময় নষ্ট দই দিয়ে ঘোল তৈরির অভিযোগে মিষ্টির দোকানটির মালিককে ১০ হাজার টাকা জরিমান করা হয়েছে। এছাড়া নোংড়া পরিবেশের জন্য আলিম হোটেলকে ১০ হাজার, দইয়ের মেয়াদ ও পরিমাণের স্টিকার না থাকায় পাপিয়া হোটেলকে ৫ হাজার, পণ্যে গায়ে মূল্যের স্টিকার না থাকায় গ্রীন ভিলেজ মিষ্টান্ন ভন্ডারকে ৩ হাজার, বেশি দামে ফল বিক্রি করায় আশা ফল ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, চার্জার ফ্যানের দাম বেশি রাখায় রাব্বি ইলেকট্রনিক্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top