টাঙ্গাইলে বাস-সিএনজির সংঘর্ষ, শিক্ষক নিহত
টাঙ্গাইল থেকে | প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২২, ০৩:০৮
টাঙ্গাইলে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সাইফুল ইসলাম (৫৫) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন তিনজন।
শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাসে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলামের বাড়ি ঘাটাইল উপজেলার উত্তর বিলডোবা গ্রামে। তিনি নঈম আলী মণ্ডলের ছেলে এবং চতিলা মাদরাসার শিক্ষক। এ ছাড়া আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নবীন জানান, ঘাটাইল থেকে ছেড়ে আসা অটোরিকশাটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী একটি যাত্রীবাহি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই শিক্ষক সাইফুল ইসলাম মার যান। এ ঘটনায় সিএনজিতে থাকা নারীসহ তিনজন গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন ও পুলিশ তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।