ওসমান হাদির হত্যাকারীরা কীভাবে পালাল,প্রশ্ন ভাই আবু বকর সিদ্দিকের
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৩
রাজধানীতে প্রকাশ্য দিবালোকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার পর তার হত্যাকারীরা কীভাবে পালিয়ে গেল, সে প্রশ্ন তুলেছেন তার ভাই ড. মাওলানা আবু বকর সিদ্দিক।
শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজার আগে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “ঘটনার সাত থেকে আট দিন পেরিয়ে গেলেও এখনো হত্যাকারীদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি কেন? যদি তারা সীমান্ত পার হয়ে থাকে, তাহলে মাত্র পাঁচ থেকে সাত ঘণ্টার মধ্যে তা কীভাবে সম্ভব হলো—এই প্রশ্ন আমি জাতির কাছে রেখে গেলাম।”
তিনি ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও প্রকাশ্যে বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।
ড. মাওলানা আবু বকর সিদ্দিক বলেন, “আমার কোনো ব্যক্তিগত চাওয়া-পাওয়া নেই। আমার ভাই শহীদ হয়েছে। শহীদ হওয়ার তামান্না তার ছিল। হয়তো আল্লাহ তাকে শহিদি মৃত্যু নসিব করেছেন। কিন্তু আমি এই ঋণ কখনো ছাড়বো না—আমার ভাইয়ের বিচার এই বাংলার জমিনে প্রকাশ্যে দেখতে চাই।”
তিনি আরও বলেন, “৭–৮ দিন হয়ে গেল, এখনও আমরা কিছুই করতে পারলাম না। এই দুঃখে কলিজা ছিঁড়ে যাচ্ছে। আমার ছোট ভাই শহীদ শরিফ ওসমান হাদি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য একটি স্পষ্ট বার্তা দিয়ে গেছে—কীভাবে এই দেশকে রক্ষা করতে হয়।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।