• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


কুমিল্লায় ডিবির গাড়িতে হামলা, বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ ১

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২২, ০৩:৩৯

কুমিল্লায় ডিবির গাড়িতে হামলা, বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ ১

কুমিল্লায় গোয়েন্দা পুলিশের (ডিবি) গাড়িতে হামলা চালানোর পর বন্দুকযুদ্ধে একজন গুলিবিদ্ধ হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) দিবাগত রাত আড়াইটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কাকিয়াচর এলাকায় এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে একটি পাইপ গান, একটি ছেনিদা, একটি কিরিচ, একটি লোহার রড, একটি কার্তুজ উদ্ধার করা হয়।

মঙ্গলবার কুমিল্লা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া এ তথ্য জানিয়েছেন।

ওসি বলেন, ‘আমরা বুড়িচংয়ের নিমসার থেকে কংসনগর যাচ্ছিলাম। পথে আবিদপুর সড়কে কাকিয়াচর এলাকায় পৌঁছালে গাড়ির চাকায় হঠাৎ করে বিকট শব্দ হয়। চালক গাড়ি থামায়। গাড়ি থামার সঙ্গে সঙ্গে রাস্তার পাশের ধানক্ষেত থেকে সাত-আট জন সশস্ত্র লোক আমাদের গাড়িটিকে ঘিরে ফেলে। ডিবির অফিসার ও ফোর্সরা দ্রুত গাড়ি থেকে নামলে সশস্ত্র ডাকাত দল ডিবির জ্যাকেট পরা পুলিশ দেখে গুলি করে। তখন ডিবি পুলিশ পাল্টা গুলি চালায়। এতে ডাকাত দল পালাতে থাকে। গুলির শব্দ ও পুলিশের বাঁশির শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে স্থানীয় লোকজন এবং ডিবি পুলিশ পার্শ্ববর্তী ধানক্ষেত ও খালি জায়গায় তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় একজন ডাকাতকে পেয়ে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।’

ওসি আরও বলেন, ‘ধারণা করছি, তারা প্রবাসীর গাড়ি ভেবে মালামাল লুট করার উদ্দেশ্যে হামলা করেছে। আমরা পলাতক ডাকাতদের বিরুদ্ধে বুড়িচং থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনের দুটি মামলা দায়ের করেছি।’

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top