ইনফ্লুয়েন্সিং জগতে সফল রেক লাবিব
শাকিল খান | প্রকাশিত: ৮ আগষ্ট ২০২৩, ২১:৫৯
ইনফ্লুয়েন্সিং আজকের ডিজিটাল যুগে বিশেষ করে সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল মার্কেটিং এর জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, টিকটক এবং ফেসবুকের মতো সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম গুলিতে বেশ বৃহৎ একটি অনুসারী কমিউনিটি কে সংযুক্ত করেছেন ইনফ্লুয়েন্সাররা। ফলোয়ারদের কাছে ব্র্যান্ড, পণ্য এবং পরিষেবাগুলি প্রচার করতে তাদের উৎসাহী করে ও হরেক রকম পণ্য ও ব্র্যান্ড প্রমোশন করেন তারা।
তবে সেই ইনফ্লুয়েন্সার কমিউনিটি কে একত্রিত করে তাদের মাধ্যমে কোন ব্র্যান্ড প্রচার, ডিজিটাল মার্কেটিং, বিজনেস প্রমোশনসহ ইন্টারনেট দুনিয়ায় পরিচিতি লাভ করা মোটেও সহজ কাজ নয়। এই কঠিন কাজটিই সফলতার সাথে করে আসছেন রেক লাবিব।
সেলিব্রেটি, মিডিয়া ব্যক্তিত্ব ও ইনফ্লুয়েন্সারদের হাতের নাগালে এনে প্রতিষ্ঠানের প্রমোশন করার জন্য কাজ শুরু করেন তিনি। ২০২০ সালে রাগীব উল্লাহ ইবনে কফিল (লাবিব) শুরু করেন রেক লাবিব এজেন্সি। লাবিবের পরিকল্পনা ছিল ইনফ্লুয়েন্সার এবং তারকাদের মাধ্যমে ব্র্যান্ড প্রচার করে উদ্যোক্তাদের সহায়তা করা। এখন পর্যন্ত দেশীয় ও আন্তর্জাতিক পণ্য প্রচারের লক্ষ্যে হাজারের বেশি ইনফ্লুয়েন্সার নিয়ে কাজ করে যাচ্ছে রেক লাবিব এজেন্সি।
গত কয়েক বছরে লাবিব ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে দেশী ও বিদেশী বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারে প্রত্যক্ষভাবে ভূমিকা রেখেছেন। যার মধ্যে উল্লেখযোগ্য হল বিভিন্ন লাইফস্টাইল ব্র্যান্ড, পার্লার, পোশাক, গাড়ী, রেস্টুরেন্ট, অ্যাপ্লিকেশন ইত্যাদি। বিজ্ঞাপনের পাশাপাশি দেশের আলোচিত এবং মিডিয়া ব্যক্তিত্বদের নিয়ে টক-শো, মিউজিক ভিডিও, শর্ট ফিল্ম এবং নাটকও প্রচার করে থাকে তার প্রতিষ্ঠান।
রেক লাবিব বলেন, লোকেরা তখনই আপনার গ্রাহকে রূপান্তরিত হবে যখন তারা আপনার ব্র্যান্ডকে চিনতে এবং দেখতে শুরু করবে। একটি ব্র্যান্ডের পরিচিতির জন্য প্রথাগত মার্কেটিং এর তুলনায় ইনফ্লুয়েন্সার বা সেলিব্রেটিদের দিয়ে প্রচার করানো অনেক সহজ এবং বেশি ফলপ্রসূ। এই কাজটিই আমরা সফলভাবে করে আসছি এবং আরও ভালভাবে করতে চাই।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।