ইলিশের মৌসুমেও দাম চড়া, হতাশ ক্রেতারা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ আগষ্ট ২০২৫, ১০:২৮

ছবি: সংগৃহীত

চলছে ইলিশের মৌসুম—বাজারে সরবরাহ বেড়েছে। কিন্তু দাম এখনও ক্রেতাদের নাগালের বাইরে। রাজধানীর খুচরা বাজারে এক কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৬০০ টাকায়। গত বছর একই সময়ে এ দামে পাওয়া যেত ১ হাজার ৬০০ টাকায়। অর্থাৎ এখন দাম প্রায় ২১ শতাংশ বেশি।

ক্রেতারা বলছেন—এত দাম দিয়ে সাধের ইলিশ কেনা এখন বিলাসিতা হয়ে গেছে। বিক্রেতাদের দাবি, পাইকারি বাজারেই কেজিপ্রতি ২ হাজার ৩৫০ থেকে ২ হাজার ৪০০ টাকা গুনতে হচ্ছে। তাই খুচরায় দাম কমছে না।

চাঁদপুর আড়তদারদের মতে—এবার জালে তুলনামূলক কম ইলিশ ধরা পড়ছে। সাধারণত মৌসুমে ঘাটে প্রতিদিন ১৫০০ থেকে ২০০০ মণ ইলিশ ওঠে। এবার উঠছে মাত্র ৪০০ থেকে ৫০০ মণ, তার বেশিরভাগই ছোট সাইজের।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top