বাংলাদেশ-ভারত: আওয়ামী লীগ অফিস বন্ধ নিয়ে দ্বন্দ্ব

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ আগষ্ট ২০২৫, ১২:১৭

ছবি: সংগৃহীত

ভারতের মাটিতে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। বুধবার, ২০ আগস্ট, পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভারত থেকে আওয়ামী লীগের সব রাজনৈতিক অফিস বন্ধ করার দাবি জানিয়েছে।

তবে নয়াদিল্লি এই আহ্বানকে ‘ভুল’ বলে অভিহিত করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ভারত সরকার অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার অনুমতি দেয় না। তিনি আরও বলেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দ্রুত অনুষ্ঠিত হওয়া উচিত।

এর আগে ভারতে অবস্থানরত পলাতক আওয়ামী লীগের কিছু নেতা সাংবাদিক ও এনজিওর সভায় অংশগ্রহণ করেছেন, যা বাংলাদেশের সরকারের মতে জনগণ ও রাষ্ট্রের প্রতি অবমাননা।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই ধরনের কার্যকলাপ শুধুমাত্র দুই দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করছে না, বরং বাংলাদেশের রাজনৈতিক রূপান্তর প্রক্রিয়াতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top