১৬ বছরেই স্পেসএক্স ছেড়ে কাইরান সিটাডেলে নতুন যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ আগষ্ট ২০২৫, ১৩:১৮

ছবি: সংগৃহীত

ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স ছেড়ে মাত্র ১৬ বছর বয়সেই নতুন যাত্রা শুরু করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজী। মাত্র ১০ বছর বয়সে ইন্টেল ল্যাবসে ইন্টার্নশিপ, ১৪ বছর বয়সে সান্তা ক্লারা ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি—অবিশ্বাস্য শোনালেও সত্যি!

এরপর ১৪ বছরেই যোগ দেন স্পেসএক্সে, হয়ে ওঠেন কোম্পানির সবচেয়ে কনিষ্ঠ কর্মী। স্টারলিংক বিভাগের গুরুত্বপূর্ণ সিস্টেম তৈরিতে সরাসরি কাজ করেছেন তিনি।

কিন্তু এখানেই থামেননি কাইরান। এবার তিনি যোগ দিচ্ছেন নিউইয়র্কভিত্তিক বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান সিটাডেল সিকিউরিটিজে, যেখানে তিনি কাজ করবেন গ্লোবাল ট্রেডিং ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ার হিসেবে।

কাইরান বলেছেন—স্পেসএক্স আমাকে শিখিয়েছে, কিন্তু নতুন চ্যালেঞ্জ নেওয়ার সময় এসেছে। সিটাডেল সিকিউরিটিজে কাজের ফল কয়েক দিনের মধ্যেই দেখা যায়, আর সেটাই আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে। এত অল্প বয়সে একের পর এক সাফল্য কাইরানকে ইতিমধ্যেই বিশ্বজুড়ে আলোচনায় এনেছে। তার গল্প যেন সিনেমার মতো, আর তা হয়ে উঠছে নতুন প্রজন্মের জন্য এক বিশাল অনুপ্রেরণা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top