সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

সাংবাদিক বালু হত্যা

বিস্ফোরক মামলায় ৫ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২১, ২৩:২৯

দৈনিক জন্মভূমি সম্পাদক হুমায়ুন কবীর বালু

খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমি সম্পাদক, খুলনা প্রেসক্লাবের সভাপতি ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক হুমায়ুন কবীর বালু হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ রায় দেন।

সাজাপ্রাপ্ত পাঁচজন হলেন- জাহিদ, নজু ওরফে রিপন, রিমন, স্বাধীন ও মাসুম অরফে জাহাঙ্গীর। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদের মধ্যে মাসুম অরফে জাহাঙ্গীর পলাতক থাকায় অন্যরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে আদালত থেকে চার জনকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

খুলনা নগরীর শান্তিধাম মোড়ে দৈনিক জন্মভূমি কার্যালয়ের সামনে ২০০৪ সালের ২৭ জুন সন্ত্রাসীদের বোমা হামলায় সাংবাদিক হুমায়ুন কবীর বালু নিহত হন।

হত্যাকাণ্ডের পরদিন ২৮ জুন খুলনা থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মারুফ আহমদ বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক ধারায় দুইটি মামলা দায়ের করেন। মামলায় ২০০৮ সালের ১৩ ফেব্রুয়ারি ৭ আসামিকে বেকসুর খালাস দিয়েছিলেন আদালত।

এদিকে, রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন বালুর ছোট ভাই ও খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন।

সাংবাদিকদের তিনি বলেন, 'এ রায়ে আমরা সন্তুষ্ট নই। আমরা আশা করেছিলাম সর্বোচ্চ শাস্তি হবে। এ রায়ে হত্যার মাস্টারমাইন্ড ও অর্থ যোগানদাতাদের নাম-পরিচয় আসেনি। আমরা হত্যা মামলার পুনঃতদন্ত দাবি করছি।'

এনএফ৭১/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top