ইরানে কোরআন প্রতিযোগিতায় প্রথম হওয়া কে এই বাংলাদেশি হাফেজ?

রায়হান রাজীব | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৪, ১৭:১১

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজদের সফলতার যে জয়যাত্রা সেটি বিশ্বজুড়ে প্রসংশিত। সেই ধারাবাহিকতায় এবার ইরানে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয় করল বাংলাদেশের ক্ষুদে হাফেজ বশির আহমদ।

ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অর্জন করেছেন। ৩০ পারা গ্রুপের এই প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন যথাক্রমে ইরানের সৈয়দ মোহাম্মদ সাদেক হোসেইনি ও নাইজেরিয়ার আবদুল্লাহি আবদুল্লাহি গিরা।

বুধবার (২১ ফেব্রুয়ারি) রাতে হাফেজ বশিরের শিক্ষক ক্বারী নেছার আহমাদ আন নাছিরী গণমাধ্যমকে জানান, গত সোমবার (১৯ ফেব্রুয়ারি) ইরানের আওকাফ ও চ্যারিটি অ্যাফেয়ার্স অর্গানাইজেশন আয়োজিত বার্ষিক এই প্রতিযোগিতায় অংশ নিয়ে হাফেজ বশির প্রথম স্থান অর্জন করেন।

এছাড়া মেয়েদের কোরআন মুখস্থ বিভাগে বাংলাদেশের মাইমানুয়া মুনির আজ-জামান তৃতীয় স্থান অধিকার করেছেন। ছেলেদের কেরাত বিভাগে বাংলাদেশের মুশফিক রহমানও তৃতীয় স্থান অর্জন করেছেন।

ইরানের আওকাফ ও চ্যারিটি অ্যাফেয়ার্স অর্গানাইজেশন আয়োজিত এই বার্ষিক অনুষ্ঠানের লক্ষ্য মুসলমানদের মধ্যে কুরআনিক সংস্কৃতি ও মূল্যবোধের প্রচার এবং ক্বারী ও হাফেজদের প্রতিভা তুলে ধরা।

মাত্র ১৩ বছর বয়সী এই হাফেজ এর আগে ২০২১ সালে এনটিভির কোরআন প্রতিযোগিতা এবং ২০২২ সালে হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের প্রতিযোগিতায়ও প্রথম স্থান অর্জন করেছিলেন।

মাত্র ১০ দিন আগেই আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছিলেন বশির। বশির হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনাই গ্রামের সহকারী অধ্যাপক মাওলানা আব্দুর রশিদ ও বুশরা চৌধুরীর ছেলে। বশির আহমদ ঢাকার যাত্রাবাড়ির মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র।

এর আগে গত বছর দুবাইতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন টাঙ্গাইলের ছেলে হাফেজ সালেহ আহমাদ তাকরিম। ২০১২ সালে ভারতে অনুষ্ঠিত কোরআন প্রতিযোগিতায় প্রথম হন হাফেজ নাজমুস সাকিব।

এছাড়া বিভিন্ন সময়ে আরও কয়েকজন হাফেজ বিশ্বের বিভিন্ন দেশের কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়ে দেশের জন্য সুনাম বয়ে এনেছেন। দেশ থেকেও হয়েছেন পুরস্কৃত এবং সম্মানিত।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top