মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

ডিসেম্বরে শেষ হবে মোংলা-খুলনা রেললাইন নির্মাণকাজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২১, ০৩:১৪

ডিসেম্বরে শেষ হবে মোংলা-খুলনা রেললাইন নির্মাণকাজ

চলতি বছরের ডিসেম্বরে মোংলা-খুলনা রেললাইন নির্মাণকাজ শেষ হওয়ার কথা জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে মোংলা-খুলনা রেললাইন নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী এ সময় বলেন, যেহেতু দীর্ঘমেয়াদি প্রজেক্ট তাই দ্রুত এই কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে তাদের।

এ বছরের জুন মাসে এই কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও করোনার কারণে সেটি বাধাগ্রস্থ হয়েছে বলেও জানান মন্ত্রী। তবে এ রেল লাইনের ওপর ব্রিজ ও কালভার্টের কাজ সম্পন্ন হয়েছে। এখন শুধু মাটির কাজ বাকি আছে, সেটি এই শুকনো মৌসুমে শেষ করা হবে।

শুরুতে ২০১০ থেকে ২০১৩ মেয়াদে এক হাজার ৭২১ কোটি টাকা ব্যয়ে সম্পূর্ণ হওয়ার কথা ছিল প্রকল্পটি। অথচ তিন দফায় প্রকল্প ব্যয় বাড়তে বাড়তে এখন তিন হাজার ৮০১ কোটি টাকায় পৌঁছেছে। খুলনা-মংলা বন্দর রেলপথ নির্মাণ প্রকল্প নিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের, আইএমইডি'র সমীক্ষায় এসব তথ্য উঠে এসেছে।

এরই মধ্যেই চতুর্থবারের মতো ২০২১ সাল পর্যন্ত এর মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ প্রকল্প শেষ হওয়ার সময় বাড়ছে আট বছর। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, প্রায় ৭৫ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে।

খুলনা-মংলা রেলপথ প্রকল্পের কাজ তিনটি অংশে বিভক্ত। রেলসেতু, রেললাইন এবং টেলিকমিউনিকেশন ও সিগন্যালিং। এছাড়া ২১টি ছোটখাটো ব্রিজ ও ১১০টি কালভার্ট নির্মিত হচ্ছে এর আওতায়।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top