বান্দরবানে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২ রোহিঙ্গা
বান্দরবান থেকে | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২১, ২০:০৬
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির আমতলী রেজু সীমান্তে রোববার (৮ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা নিহত হয়েছেন। নিহতদের কাছ থেকে ১ লাখ পিস ইয়াবা, ২টি একনলা বন্দুক এবং ৬টি কার্তুজ উদ্ধার করেছে বিজিবি।
নিহতরা হলেন, কক্সবাজার জেলার কুতুপালং লাম্বাশিয়া ক্যাম্পের মো. জোবায়ের এবং কুতুপালং ক্যাম্পের দিন মোহাম্মদ।
বিজিবি’র বরাত দিয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন নিশ্চিত করে জানান, মারাত্মক জখম অবস্থায় ওই ২ জনকে কক্সবাজারের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এনএফ৭১/জেএস/২০২১
বিষয়: বান্দরবান নিহত ২ রোহিঙ্গা বন্দুকযুদ্ধ ৬টি কার্তুজ ২টি একনলা বন্দুক ১ লাখ পিস ইয়াবা কুতুপালং ক্যাম্প
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।