শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১

লালমনিরহাটে পৌরসভার নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ

লালমনিরহাট থেকে | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২১, ১৭:১৭

লালমনিরহাটে পৌরসভার নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ

লালমনিরহাট শহরের নয়ারহাট এলাকার মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ৬নং ওয়ার্ড আ'লীগ অফিস ও লালমনিরহাট পৌরসভা নির্বাচনী কার্যালয়ে দুর্বৃত্তদের হামলা ও অগ্নিসংযোগ ঘটনা ঘটেছে।

৬নং ওয়ার্ড আ'লীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বিলু জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে দুর্বৃত্তরা লালমনিরহাটে ৬নং ওয়ার্ড আ'লীগ অফিস ও লালমনিরহাট পৌরসভার নির্বাচনী কার্যালয়ের আসবাপপত্র বাইরে বের করে মুখোশধারী কয়েকজন অজ্ঞাত ব্যাক্তি ভাঙচুর ও পরে অগ্নিসংযোগ করে স্লোগান দিতে দিতে স্থান ত্যাগ করে।

তিনি আরও জানান, তারা ঘরের আসবাবপত্র বাইরে নিয়ে আগুন ধরিয়ে দিয়ে বলেন- নৌকার যারা ভোট দিবে, জ্বলবে আগুন তাদের ঘরে ঘরে এবং ভোট দিলে তাদেরকে চিহ্নিত করে পরবর্তীতে দেখে নেয়ারও হুমকি দেয়া হয়।

এ ব্যাপারে লালমনিরহাট সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top