শনিবার, ১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

সিলেটে সিপিবি-বাসদের ২৩ নেতাকর্মী আটক: কর্মসূচিতে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫, ১৮:১০

সংগৃহীত

ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে সিলেটে অভিযান চালিয়ে সিপিবি এবং বাসদের ২৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।শুক্রবার মধ্যরাতে সিপিবি-র সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমনকে তার বাসা থেকে এবং শনিবার সকালে নগরীর আম্বরখানায় বাসদের কার্যালয় থেকে ২২ জন নেতাকর্মীকে পৃথক অভিযানে আটক করা হয়।

সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিষেধাজ্ঞা সত্ত্বেও ব্যাটারি রিকশা শ্রমিকরা নগরীতে কর্মসূচি করতে চেয়েছিল। এই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে তাদের আটক করা হয়।তবে বাসদ সিলেট জেলার সভাপতি আবু জাফর দাবি করেন, ব্যাটারিচালিত রিকশার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়াসহ বিভিন্ন দাবিতে তাদের পূর্বঘোষিত ‘ভুখা মিছিল’ কর্মসূচি ছিল।

পুলিশ নিষেধাজ্ঞা দেওয়ায় তারা কর্মসূচি স্থগিত করেন।আবু জাফর আরও জানান, আটকের সময় কার্যালয়ে কোনো শ্রমিক ছিলেন না; তাদের নিয়মিত পাঠচক্র চলছিল। সেখান থেকেই পুলিশ আচমকা অভিযান চালিয়ে নেতাকর্মীদের ধরে নিয়ে যায়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top