রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

‘কুয়াশার গান’ কনসার্টে সিগারেট বিতরণের বিতর্ক, দুঃখ প্রকাশ করেছেন ডাকসু সম্পাদক

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২৬, ১২:৪৭

ছবি: সংগৃহীত

শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে স্পিরিটস অব জুলাই ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর যৌথ উদ্যোগে ‘কুয়াশার গান’ কনসার্ট গতকাল অনুষ্ঠিত হয়েছে। তবে কনসার্ট চলাকালীন সময়ে স্পন্সর প্রতিষ্ঠান এক্স ফোর্সের করা ‘স্মোক জোন’ এবং বিনামূল্যে সিগারেট বিতরণের বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে।

কনসার্টে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অবস্থান জানিয়ে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানান, এক্স ফোর্স কেবল একটি ‘এক্সপেরিয়েন্স জোন’ করার কথা জানিয়েছিল, যেখানে বিভিন্ন ইভেন্ট ও একটি স্মোকিং জোন থাকবে। কিন্তু তিনি জানতেন না যে, সেখানে ফ্রি সিগারেট বিতরণ করা হবে।

মুসাদ্দিক বলেন, “কনসার্টের আয়োজনে ডাকসুর সম্পূর্ণ অংশগ্রহণ ছিল না। আমার সিদ্ধান্তে কনসার্ট আয়োজন করা হলেও ডাকসুর অন্যান্য নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত ছিলেন না। স্পন্সরের সঙ্গে আমার কোনো সরাসরি আলোচনায় যুক্ত থাকা হয়নি।”

তিনি আরও বলেন, “এই মিসম্যানেজমেন্টের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে শিক্ষার্থীদের নিরাপত্তা, সুরক্ষা ও সম্মান নিশ্চিত করতে আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করবো।”

মুসাদ্দিক শেষেও জানান, যৌক্তিক সমালোচনাকে তিনি সবসময় স্বাগত জানান এবং সবাইকে পুনরায় দুঃখ প্রকাশ করেছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top