রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

খুলনা আধুনিক কারাগারে বন্দি স্থানান্তরের মধ্য দিয়ে কার্যক্রম শুরু

খুলনা প্রতিনিধি | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫, ১১:৫৭

সংগৃহীত

খুলনা জেলা আধুনিক কারাগারে বন্দি স্থানান্তরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে কারা কর্তৃপক্ষ। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পুরানো কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রথম দফায় ১০০ জন বন্দিকে নতুন কারাগারে স্থানান্তর করা হয়।

নগরীর রূপসার ভৈরব রোড হয়ে শিববাড়ী মোড় ঘুরে মোস্তর মোড় বাইপাস সড়ক দিয়ে তিনটি প্রিজন ভ্যানে বন্দিদের নিয়ে বেলা ১১টার দিকে পৌঁছায় আধুনিক কারাগারে। সেখানে পৌঁছালে কারা কর্তৃপক্ষ ফুলেল শুভেচ্ছা জানিয়ে বন্দিদের আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কারা উপ-মহাপরিদর্শক মনির আহম্মেদ, জেল সুপার মো. নাসির উদ্দীন প্রধান এবং জেলার মুনীর হোসাইনসহ কারা বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে স্থানান্তরিত বন্দিদের রাখা হয়েছে ১ নম্বর হাজতি ভবনে। পরবর্তীতে ধাপে ধাপে পুরানো কারাগারের অন্যান্য বন্দিদেরও নতুন কারাগারে স্থানান্তর করা হবে।

নতুন এই আধুনিক কারাগারটি কারা ব্যবস্থাপনার মানোন্নয়ন ও নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে নির্মিত হয়েছে।

শেখ শান্ত ইসলাম 

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top