সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

শিবচরে বিএনপির পৃথক জনসমাবেশ: রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা

মাদারীপুর প্রতিনিধি | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫, ১৯:১০

সংগৃহীত

রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে মাদারীপুরের শিবচরে বিএনপির মনোনয়নপ্রত্যাশী দুই হেভিওয়েট নেতা পৃথকভাবে বিশাল জনসমাবেশের আয়োজন করেছেন। দুই সমাবেশেই জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। সমাবেশস্থলগুলো নেতাকর্মীদের উচ্ছ্বাসপূর্ণ স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

বিকেলে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে সংলগ্ন পাঁচ্চর গোল চত্ত্বরে অনুষ্ঠিত জনসমাবেশে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন লাভলু। তিনি সমাবেশে উপস্থিত মানুষদের মাঝে বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কারের বিভিন্ন বিষয় তুলে ধরেন।

অন্যদিকে একই দিনে কুতুবপুর হাট সংলগ্ন মাঠে অনুষ্ঠিত জনসমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য কামাল জামান নুরুদ্দিন মোল্লা। তিনি সমাবেশে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান।

দুই সমাবেশই প্রমাণ করেছে, শিবচরের নেতাকর্মী ও সমর্থকরা বিএনপির কর্মসূচিকে ঘরে-ঘরে পৌঁছে দেওয়ার জন্য ব্যাপক উৎসাহ ও প্রস্তুতি নিয়ে এগিয়ে চলেছেন।

মেহেদী হাসান সোহাগ 

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top