শীতের ছুটিতে পঞ্চগড় হতে পারে দারুণ ভ্রমণ গন্তব্য
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫, ১২:০২
বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রাচীন জেলা পঞ্চগড় হতে পারে দেশের ভেতর ঘুরে দেখার এক আদর্শ জায়গা। যারা এই মুহূর্তে দেশের বাইরে ভ্রমণে যেতে পারছেন না, তারা চাইলে সহজেই দেশের ভেতরেই এই মনোরম জেলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন।
বাংলাদেশের পর্যটন অবকাঠামো এখনও খুব বেশি গোছানো না হলেও, দেশের প্রাকৃতিক সৌন্দর্য অনন্য। তেমনই এক সৌন্দর্যের রাজ্য পঞ্চগড়—ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক রূপে ভরপুর এই জনপদে ভ্রমণপিপাসুরা খুঁজে পান এক ভিন্ন অনুভূতি।
ঢাকা থেকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে সরাসরি যাওয়া যায়। বিরতিহীন এ ট্রেনটি রাত ১১টা ৩০ মিনিটে ছাড়ে এবং সকাল ৯টা ৫০ মিনিটে পৌঁছে যায় পঞ্চগড়ে। ভাড়া শুরু হয় ৭৪০ টাকা থেকে; এসি শোভন চেয়ার ১,৪২১ টাকা এবং এসি কেবিন ২,৫৯৮ টাকায় পাওয়া যায়। লম্বা যাত্রার জন্য ট্রেন বেশ আরামদায়ক, তবে ব্যক্তিগত গাড়ি বা বাসেও যাওয়া সম্ভব।
থাকার জন্য পঞ্চগড়ে আছে সরকারি রেস্টহাউস, হোটেল ও রিসোর্টের ব্যবস্থা। শীতের সময় তেতুলিয়া থেকে দেখা যায় বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বত কাঞ্চনজঙ্ঘা–এর অপরূপ দৃশ্য। এ দৃশ্য দেখতে প্রতিবছর অসংখ্য পর্যটক ভিড় জমায়।
তেতুলিয়ায় গিয়ে দেখা যেতে পারে বাংলাবান্ধা জিরো পয়েন্ট, যা বাংলাদেশের সর্বউত্তরের অঞ্চল। এছাড়া পঞ্চগড়ে আছে ঐতিহাসিক মির্জাপুর শাহী মসজিদ, দেশের একমাত্র পাথরের জাদুঘর রকস মিউজিয়াম, অষ্টাদশ শতকের গোলকধাম মন্দির, এবং সীমান্তবর্তী এলাকার প্রাচীন ভিতরগড় দুর্গনগরী।
বাংলার প্রকৃতি, ইতিহাস আর সংস্কৃতির এক মেলবন্ধন এই পঞ্চগড়। তাই যারা রবীন্দ্রনাথের ভাষায় “ঘর হতে শুধু দুই পা ফেলিয়া” দেশের সৌন্দর্য দেখতে চান, তাদের জন্য শীতের এই সময়টাই হতে পারে সবচেয়ে উপযুক্ত।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।