সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে সেই কৃষক জালাল উদ্দীনের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫, ১৪:৪৭

ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে দৌড়ে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করতে গিয়ে পা পিছলে পড়ে যান কৃষক জালাল উদ্দীন (৪৫)। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি তার।

ঘটনা ঘটেছে গতকাল রোববার (২ নভেম্বর) রাত প্রায় পৌনে ৯টার দিকে শ্রীপুর রেলওয়ে স্টেশনে। নিহত জালাল উদ্দীন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চর আগলী ইউনিয়নের নিধিরচর গ্রামের মো. তৈয়ব উদ্দিনের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন এবং শ্রীপুর বাজারে শাকসবজি বিক্রি করতেন।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, মোহনগঞ্জগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন দাঁড়ানো দেখে জালাল উদ্দীন এক নম্বর লাইনে দৌড়ে ওঠার চেষ্টা করেন। একই লাইনে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনও দাঁড়ানো ছিল এবং দুটো ট্রেন একসঙ্গে ছেড়ে যাওয়ার সময় তার পা পিছলে ট্রেনের ইঞ্জিনের নিচে চলে যায়।

স্থানীয়রা তাকে দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পথে তিনি মারা যান।

চর আগলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম দুলু জানান, সোমবার বেলা ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. সাইদুর রহমান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতের মৃত্যুর বিষয়টি রেলওয়ে পুলিশ দেখবেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top