রাজশাহীতে নেমে এসেছে এ বছরের প্রথম কুয়াশা, শীতের আগমনী বার্তা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫, ১৬:৪২
রাজশাহীতে সোমবার ভোর থেকে শহর ও উপজেলার চারপাশ ঘন কুয়াশার আচ্ছাদনে ঢাকা ছিল। শীতের আগমনী ছোঁয়ায় বদলে গেছে প্রকৃতির রূপ। কুয়াশা ভেদ করে চলেছে যানবাহন, শহরের মানুষ এবং আশপাশের মাঠে শিশুরা খেলায় মত্ত।
মাকড়সার জালে ঝুলে থাকা শিশিরবিন্দু ও ধূসর আকাশে সূর্যের হালকা আলো মিলেমিশে মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করেছে। স্থানীয়রা জানিয়েছেন, আজকের এই সকালেই প্রথমবার সত্যিকারের শীতের ছোঁয়া অনুভব করলেন।
শীতের আগমনী বার্তায় খেজুর গাছ কাটা শুরু হয়েছে, আর খেজুরের রস ও ভাপা পিঠা শহর ও গ্রামাঞ্চলে বিক্রি হচ্ছে। গাছে গাছে শীত পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে, যা শীতের স্নিগ্ধতার পূর্বাভাস দিচ্ছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।