ব্রাহ্মণবাড়িয়ায় মার্কেটে ভয়াবহ আগুন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫, ১৮:০২
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদরের সোনালী ব্যাংক সংলগ্ন জালাল মিয়া মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি চায়ের দোকান ও দুটি গুদামের নিত্যপ্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (৩ নভেম্বর) ভোর ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে নবীনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে পানি এনে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই দুটি গুদামের সমস্ত মালামাল আগুনে পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটে।
মার্কেটের মালিক জামাল মিয়া জানান, পুড়ে যাওয়া গুদামগুলোতে পাইকারি বিক্রেতাদের বিপুল পরিমাণ পণ্য মজুত ছিল। স্থানীয় ব্যবসায়ী নারায়ণ শাহ, স্বপন চন্দ্র সাহা ও আক্তার হোসেনসহ কয়েকজন বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
নবীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেবব্রত সরকার বলেন, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আশপাশে ব্যাংকসহ আরও কয়েকটি দোকান ছিল— তবে সময়মতো আগুন নিভিয়ে ফেলায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।”
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।