মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

চারঘাটে বড়াল নদীতে গোসল করতে গিয়ে দুই কিশোরের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫, ১৯:২০

সংগৃহীত

রাজশাহীর চারঘাট উপজেলায় বড়াল নদীতে গোসল করতে গিয়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন থানা পাড়া গ্রামের ইসরাফিল ইসলামের ছেলে রিহান ইসলাম ও একই এলাকার সাজ্জাদ হোসেনের ছেলে মাহিদ হোসেন। দুজনই ১৭ বছর বয়সী এবং এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তারা এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানিয়েছেন, সোমবার বেলা দেড়টার দিকে রিহান ও মাহিদসহ কয়েকজন বন্ধু ফুটবল খেলার পর বড়াল নদীর উৎস মুখে গোসল করতে নামে। নদীর পানি এখন অনেক জায়গায় হাঁটুর উচ্চতায় থাকলেও কিছু স্থানে গভীরতা বেশী।

ওসি জানান, মাহিদ সাঁতার জানলেও রিহান সাঁতার জানত না। নদীর এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার সময় রিহান ডুবে যায়। মাহিদ উদ্ধার করতে গিয়ে নিজেও পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা অন্য বন্ধুরাও দ্রুত সাহায্যে আসতে পারেনি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে।

উদ্ধারকৃতদের চারঘাট উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এবং কোনো অভিযোগ না থাকলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মো:আজিজুল ইসলাম,রাজশাহী। 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top