বিএনপির প্রার্থী ঘোষণায় দেশে বিক্ষোভ, মহাসড়ক ও রেলপথে অগ্নিসংযোগ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫, ১১:২৮
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণার পর দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মনোনয়ন বঞ্চিত দলের কর্মী-সমর্থকরা বিভিন্ন স্থানে বিক্ষোভ চালিয়ে মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছেন এবং টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে অধ্যাপক আসলাম চৌধুরীর, মাদারীপুর-১ (শিবচর) আসনে সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর, কুষ্টিয়া-৩ আসনে অধ্যক্ষ সোহরাব উদ্দিনের, মেহেরপুর-২ (গাংনী) আসনে জাবেদ মাসুদ মিল্টনের, কুমিল্লা-৬ আসনে আমিনুর রশিদ ইয়াছিনের এবং মাগুরা-২ আসনে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর সমর্থকরা রাতে মহাসড়ক ও রেলপথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।
বিক্ষোভের ফলে বিভিন্ন এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। মাগুরায় বিএনপি নেতার পা ভাঙার ঘটনা ঘটেছে, পাশাপাশি কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও পাওয়া গেছে। আড়পাড়া বাজারে মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালানো হয়েছে।
দলীয় সূত্র জানিয়েছে, পরিস্থিতি কেন্দ্রীয়ভাবে মনিটর করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সব জায়গায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।