মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

কক্সবাজারের পেকুয়ায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫, ১২:৩৯

সংগৃহীত

কক্সবাজারের পেকুয়া উপজেলায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের পশ্চিম সোনাইছড়ি কইড়া পাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

মৃত দুটি শিশু হলো—নূরে জান্নাত (৮) ও মোহাম্মদ হাসান মিয়া (৭)। তারা টৈটং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৌলভী হাসানের জুম এলাকার নুরুল আমিনের সন্তান। নূরে জান্নাত টৈটং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী এবং হাসান প্রাক-প্রাথমিকের ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার মা ছকিনা বেগম দুই সন্তানকে নিয়ে পশ্চিম সোনাইছড়িতে বড় বোন হাছিনা বেগমের বাড়িতে বেড়াতে যান। রোববার দুপুরে শিশুদ্বয় খালার বাড়ির উঠানে খেলছিল। এ সময় মা ও খালা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। খেলতে খেলতে অজান্তেই তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।

প্রায় এক ঘণ্টা পর শিশুদের না দেখে পরিবার তাদের খুঁজতে শুরু করে। পরে পুকুরে ভাসমান অবস্থায় দুজনকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

টৈটং ইউনিয়ন পরিষদের সদস্য মাওলানা আব্দুল হক বলেন,

“খালার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মরদেহ বাড়িতে আনা হয়েছে, দাফনের প্রস্তুতি চলছে। একসঙ্গে দুই ভাই-বোনের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।”

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা জানান,

“পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

হঠাৎ এই ঘটনায় শোকাভিভূত টৈটং ইউনিয়নের পশ্চিম সোনাইছড়ি গ্রাম এখন নিস্তব্ধ। দুই শিশুর অকাল মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top