জীপুরে জবাইকৃত ৫ মণ ঘোড়ার মাংস জব্দ, উদ্ধার ৩৭টি অসুস্থ ঘোড়া

গাজীপুর প্রতিনিধি | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫, ০৯:১২

ছবি: সংগৃহীত

গাজীপুরের হায়দারাবাদ এলাকা থেকে জবাইকৃত ৫ মণ ঘোড়ার মাংস জব্দ করেছে প্রশাসন। একই সঙ্গে ৩৭টি অসুস্থ ঘোড়া উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলা প্রশাসন, প্রাণিসম্পদ অধিদপ্তর, পুলিশ ও র‍্যাব যৌথভাবে এ অভিযান চালায়।

অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ। অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে চক্রের সদস্যরা পালিয়ে যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ জানান, “ঘোড়াগুলো অবৈধভাবে জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যে এখানে আনা হয়েছিল। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা না গেলেও উদ্ধারকৃত ঘোড়া এবং মাংস স্থানীয় দুইজনের জিম্মায় রাখা হয়েছে। আগামীকাল সকালে সেগুলো গাজীপুর প্রাণিসম্পদ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।”

গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেনারি হাসপাতালের ভেটেনারি সার্জন বলেন, “উদ্ধার করা ঘোড়াগুলো অসুস্থ এবং দীর্ঘদিন অবৈধভাবে জবাইয়ের কাজে ব্যবহার করা হচ্ছিল।”

এ ঘটনায় অবৈধ পশু জবাই ও মাংস বিক্রির চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

 
 


বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top