চোখের সামনেই স্ত্রীকে হারিয়ে পাগলপ্রায় মাগুরার সুমন
মাগুরা প্রতিনিধি | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫, ১৩:৪৩
মাগুরার সুমন নামের এক ব্যক্তি নিজের চোখের সামনেই স্ত্রীকে হারিয়ে দগ্ধ শোকে পাগলপ্রায় হয়েছেন। ঘটনাটি ঘটেছে খুলনা থেকে চট্টগ্রামের বন্দরের দিকে যাওয়ার পথে।
জানা যায়, সুমন ঘুরতে যাচ্ছিলেন। পথ চলার সময় হঠাৎ একটি লেবুলা (লরি/গাড়ি) চলে আসে এবং তাকে ধাক্কা দেয়। এতে তাঁর স্ত্রী ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে স্থানীয়রা জানাচ্ছেন, সুমন গভীর শোক ও হতাশায় পাগলপ্রায় অবস্থায় রয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।