বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

যৌন নিপীড়নের অভিযোগে মুক্তিযোদ্ধাকে জুতার মালা! নেপথ্যে কী?

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫, ১৮:১৮

সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক চাঞ্চল্যকর ঘটনা। এক কিশোরীকে ধর্ষণচেষ্টা মামলায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম মিলিটারিকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করে স্থানীয়রা, এরপর তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

পাগলা থানার ওসি ফেরদৌস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কিশোরীর বাবা আব্দুল করিমের বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন।

তবে অনুসন্ধানে জানা যায়, এর পেছনে রয়েছে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ। মুক্তিযোদ্ধা আব্দুল করিমের ছেলে দিদার আলম এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন।’

দিদার আলমের দাবি, প্রতিবেশীরা তাদের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। চাঁদা দিতে অস্বীকার করায় চিহ্নিত কিছু ব্যক্তি তার বাবাকে আটক করে, গালিগালাজ করে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করে এবং পরে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে।

এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযুক্তরাই দ্রুত তাকে পুলিশের হাতে তুলে দেয় এবং মামলা করে। ঘটনাটি বর্তমানে তদন্তাধীন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top