বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫, ১৮:২৩

সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছেন— বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ফ্যাসিবাদবিরোধী শীর্ষ নেতৃবৃন্দের কিছু আসনে তারা প্রার্থী দেবেন না।

এনসিপি ৩০০ আসনে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তবে তাদের সংস্কার ও জুলাই সনদের দাবির সঙ্গে কোনো দল সংহতি প্রকাশ করলে জোটের ব্যাপারটা বিবেচনা করা হবে।

নাহিদ ইসলাম বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন, তাদের প্রতি সম্মান জানিয়ে খালেদা জিয়ার আসনগুলোতে তারা প্রার্থী দেবেন না। বাকি সর্বাধিক আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা গাজী সালাহউদ্দিনের পরিবারের সঙ্গে দেখা করতে এসে তিনি এই ঘোষণা দেন। সালাহউদ্দিন ২৬ অক্টোবর মারা যান। এনসিপি নেতা জানান, গুলিতে আহত সালাহউদ্দিনের সুচিকিৎসার দায়িত্ব অন্তর্বর্তী সরকার পালন করতে না পারায় লাশের সারি বাড়ছে।


তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান, যেন জুলাই গণঅভ্যুত্থানের আহত যোদ্ধাদের দীর্ঘমেয়াদি চিকিৎসার দায়িত্ব নেওয়া হয়। নির্বাচনের ডামাডোলে যেন এই শহীদ পরিবার ও আহত ভাইদের ভুলে না যাওয়া হয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top