রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৮ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫, ১৫:৩৯

ছবি: সংগৃহীত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যুৎকেন্দ্রের পরিত্যক্ত কাঠের স্তূপে হঠাৎ আগুন লাগে।

ঘটনাস্থল থেকে প্রায় ৩০০ গজ দূরে থাকা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরবর্তীতে রূপপুর মডার্ন, গ্রীন সিটি, রূপপুর অস্থায়ী ও ঈশ্বরদী ফায়ার স্টেশনের মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

তাদের টানা প্রচেষ্টায় দুপুর ১টা ১৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে।

তবে প্রাথমিকভাবে আগুনের উৎস বা কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তদন্তের জন্য একটি টিম গঠন করা হতে পারে বলে জানা গেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top